অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন। তৃণমূল এমনই দাবি করে কমিশনের দারস্থ্য হয়েছে। এরই মাঝে নিজের বক্তব্য স্বপক্ষে ব্যাখ্যা দিলেন প্রাক্তন বিচারপতি। তিনি দাবি করেছেন মুখ্যমন্ত্রী কে বলা মানে পুরো দলকে বলা তার বক্তব্যের ভুল মানে বার করা হচ্ছে।
তৃণমূল বৃহস্পতিবার একটি দীর্ঘ ট্যুইট করে। সেখানেই সাক্ষাৎকারের একটি ছোট অংশ তুলে ধরে সেখানে তৃণমূলের বিজেপি প্রার্থীকে বলতে শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে। আর এমন বক্তব্যতেই তৃণমূলের ঘোর আপত্তি। তৃণমূলের দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মৃত্যু কামনা করছেন এটা গণতন্ত্রের কাছে লজ্জা।
তৃণমূল আরো জানিয়েছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কোন কোন মানুষকে তার নিজের ঘরের লোক তৈরি করেছেন। তৃণমূল কমিশনের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ চাইছেন। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী কে বলা মানে তৃণমূলকে বলা। তিনি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ কেনই বা করতে যাবেন।