২৬ মার্চ জনপ্রিয় বঙ্গতনয়া শ্রেয়া ঘোষালের জন্মদিন। শুধু ভারতেই নয়, বিদেশের মাটিতেও তাঁর জন্মদিন উদযাপিত হয়। আমেরিকায় এদিনটি ‘শ্রেয়া ঘোষাল ডে’ হিসেবে পালিত হয়।
মুর্শিদাবাদে জন্মগ্রহণকারী শ্রেয়া ছোটবেলা থেকেই গান শিখতে শুরু করেন। ১৯৯৮ সালে ‘বেঁধেছি বীণা’ অ্যালবামের মাধ্যমে তিনি সঙ্গীত জগতে পা রাখেন।
২০০২ সালে ‘দেবদাস’ ছবির গান গেয়ে বলিউডে অভিষেক করেন এবং রাতারাতি খ্যাতি অর্জন করেন।শ্রেয়া কেবল ভারতেই নয়, বিশ্বজুড়ে জনপ্রিয়।
২০১৩ সালে লন্ডনের হাউস অফ কমনসে তাঁকে সম্মানিত করা হয়। আমেরিকার ওহাইও রাজ্যের গভর্নর টেড স্ট্রিকল্যান্ড ২০১০ সালে ১২ মার্চকে ‘শ্রেয়া ঘোষাল ডে’ ঘোষণা করেন।