গোটা বিশ্বের নজর এই মঞ্চের দিকে। সবারই চোখ থাকে কোন অভিনেতা অভিনেত্রী কোন ছবির দিকে। প্রত্যেক বছরের মতন এবছরও অনুষ্ঠিত হয়েছে অস্কার ২০২৪। এবছর এই আসর বসেছিল লস এঞ্জেলাসে। আর এ বছরের ফলাফলের দিকে চোখ রাখলে দেখা যাবে একটি ছবির নাম তা হল ওপেনহাইমার।
এবছরের অস্কারের মঞ্চে দৌড়ে ছিল অনেকগুলি ছবি কিন্তু সবাইকে পেছনে ফেলে সাত সাতটি অ্যাওয়ার্ড ঝুলিতে নিয়েছে ওপেনহাইমার। অস্কারের মঞ্চে উল্লেখ করা হয়েছে ওপেনহাইমারের নাম। এই ছবির জন্যেই আওয়ার্ড পেয়েছে ওপেন হাইমারের পরিচালক ক্রিস্টোফার নোলান।
সেরা অভিনেতা হিসেবে ও পুরস্কার পেয়েছেন এমা স্টোন। সিরিয়ান মার্সিও এছাড়াও সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন। রবার ডাইনি যদিও সারা বিশ্বের কাছে আয়রন ম্যান হিসেবে সারা ফেলেছেন।