কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) সম্প্রতি টেকনিক্যাল বিভাগে বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের সকল জেলার যোগ্য চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারবেন।
পদের নাম: Trainee Engineer
মোট শূন্যপদ:৫১৭ টি
UR: ২১০ টি
OBC: ১৩৯ টি
EWS: ৫২ টি
SC: ৭৭ টি
ST: ৩৯ টি
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান থেকে B.Tech/M.Tech ডিগ্রি
মাসিক বেতন:৩০,০০০/- থেকে শুরু
বয়সসীমা:৩০ বছর
আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন করতে হবে
BEL-এর নির্ধারিত ওয়েবসাইটে যেতে হবে
অনলাইন আবেদনপত্রে সঠিক তথ্য পূরণ করতে হবে
প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে
তথ্য যাচাই করে সাবমিট করতে হবে
আবেদন ফি:
তপশিলি জাতি/উপজাতি/শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোনো ফি নেই
অন্যদের জন্য ₹১৫০/- এককালীন ফি
আবেদনের শেষ তারিখ: ১৩ মার্চ ২০২৪