চাকরির খবর

SSC CHSL পরীক্ষার মাধ্যমে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ! জেনে নিন বিস্তারিত

 

কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL) পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি নেওয়ার সুযোগ।

কোন কোন পদে নিয়োগ হবে?

লোয়ার ডিভিশান ক্লার্ক
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
ডেটা এন্ট্রি অপারেটর

যোগ্যতা:

দ্বাদশ উত্তীর্ণ
ন্যূনতম বয়স 18 বছর, সর্বোচ্চ 27 বছর (সংরক্ষিতদের জন্য বয়সের সীমা শিথিল)

মোট শূন্যপদ: 3,712টি

পরীক্ষার ধরণ:

3 টি স্তর
স্তর-1: কম্পিউটার নির্ভর পরীক্ষা (CBT) – MCQ
স্তর-2: রচনা
স্তর-3: দক্ষতা পরীক্ষা

গুরুত্বপূর্ণ তথ্য:

আবেদন শুরুর তারিখ: ইতিমধ্যেই শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ: 7 মে, 2024
পরীক্ষার তারিখ: 1 থেকে 5 ও 8 থেকে 12 জুলাই, 2024
আবেদন ফি: 100 টাকা (সংরক্ষিত ও মহিলা প্রার্থীদের জন্য ফি নেই)
আবেদন করার পদ্ধতি:
SSC-র ওয়েবসাইটে লগইন করুন: [https://ssc.nic.in/](https://ssc.nic.in/)
“Careers” অপশনে ক্লিক করুন।
“Current Openings” ট্যাবে গিয়ে “CHSL” নির্বাচন করুন।
“Apply Now” বাটনে ক্লিক করে নির্দেশ অনুযায়ী আবেদনপত্র পূরণ করুন।
প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.