দীর্ঘদিন ধরে চলা কৃষক আন্দোলনে অবশেষে আলোর আঁচ দেখা গেছে। রবিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বৈঠকে কৃষকদের জন্য বিশেষ প্রস্তাব দিয়েছে কেন্দ্র। ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) ডাল, ভুট্টা, তুলোর মতো শস্য কিনবে কেন্দ্র, এমনটাই জানিয়েছেন মন্ত্রীরা। আগামী পাঁচ বছরের জন্য এই প্রস্তাব কার্যকর থাকবে।
কেন্দ্র ন্যূনতম সহায়ক মূল্যে ডাল, ভুট্টা, তুলোর মতো শস্য কিনবে।
কৃষকদের সাথে আলাদা করে চুক্তি করবে সরকারি সংস্থাগুলো।
ফসল কেনার ক্ষেত্রে কেন্দ্রের তরফে কোনও উর্ধ্বসীমা থাকবে না।
তবে কৃষকরা এখনও এই প্রস্তাব মেনে নেননি।দুদিন সময় চেয়েছেন তারা আলোচনার জন্য। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের জানান, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।