শুক্রবার কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিরস্কার খেয়েও শনিবার ফের ‘বোমা’ ফাটালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মীর নাম করে হুমায়ুন অভিযোগ করেছেন, ওই কর্মী নাকি ‘তোলাবাজ’! টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ব্লক সভাপতি ঠিক করে দিচ্ছেন তিনি।
পাশাপাশিই, হুমায়ুনের ক্ষোভ দলের তরুণ প্রজন্মের উপরেও। তাঁর কথায়, ‘‘কোনও চ্যাং-ব্যাং, ২৭-২৮ বছরের ছেলেরা ৬০, ৬২, ৭০ বছরের নেতৃত্বকে অবহেলা করবে, তাঁদের কর্তৃত্ব নিয়ে চ্যালেঞ্জ করবে, ভুল ট্রিটমেন্ট করা, মূল্যায়ন করা, মেনে নেওয়া যায় না। সে সব মানব না!’’
হুমায়ুনের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী তোলাবাজির মাধ্যমে দলের নীতি-আদর্শকে লঙ্ঘন করছেন। তিনি বলেন, ‘‘নবীনদের মধ্যে যদি প্রতিভা থাকে, তাঁরা নেতৃত্ব দিতেই পারেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাঁর অফিসের এক কর্মী তোলাবাজি করছেন। নিজে নিজের ব্লক সভাপতি ঠিক করে দিচ্ছেন। তা হলে আমাদের রাজনীতি করার মানে কী?’’
হুমায়ুনের এই অভিযোগে তৃণমূলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, হুমায়ুনের এই বক্তব্যের ফলে দলের মধ্যে বিভাজন বাড়তে পারে।