বাংলা গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র নচিকেতা চক্রবর্তী। তাঁর কণ্ঠে জীবনমুখী গান থেকে শুরু করে ভক্তিমূলক গান সবই শ্রোতাদের মন ছুঁয়েছে। এবার নচিকেতার কণ্ঠে শোনা যাবে কৃষ্ণ ভজন। ২২ জানুয়ারি ২০২৪ তারিখে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে এই গানটি গাইবেন তিনি।
গানটির নাম ‘কৃষ্ণ নাম বলবো’। গীতিকার গোবিন্দ প্রামাণিক এবং সুরকার রাজকুমার রায়ের এই গানটিতে নচিকেতার কণ্ঠে কৃষ্ণের নামকীর্তন শোনা যাবে।
নচিকেতা বলেন, “আমি তো চিরকাল একজন কৃষ্ণ ভক্ত। তাই এই সুযোগ পেয়ে আমি খুবই খুশি। রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।”
নচিকেতা চক্রবর্তী সবসময়ই নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন। তাই অন্যের কথা-সুরেও তাঁর গান শুনতে পাওয়া যায়। এই গানটিও অন্যের কথা-সুরে করা। তবে নচিকেতা মনে করেন, ভালো কাজের পাশে সবসময়ই থাকতে হবে। তাই তিনি এই গানটিতেও কণ্ঠ দিয়েছেন।