পশ্চিমবঙ্গে কংগ্রেস-তৃণমূল জোটের বিষয়ে এখনও ঝুলছে অনিশ্চয়তা। কারণ, কংগ্রেসের দাবি অন্তত ৬ আসন, কিন্তু তৃণমূল রাজ্যসভায় কংগ্রেসের জেতা ২ আসন ছাড়া আর কোনো আসন ছাড়তে চায় না। এছাড়াও, কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও জোটের সম্ভাবনাকে ধাক্কা দিচ্ছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি কোহিমাতে এক সাংবাদিক বৈঠকে বলেন, “অধিকাংশ রাজ্যে জোট প্রক্রিয়া মসৃণ। দু’একটি জায়গাতেই একটু বেশি জটিলতা রয়েছে। তবে সেটা মিটে যাবে।” এই বক্তব্য থেকে বোঝা যায়, রাহুল তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে।
কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে প্রদেশ নেতৃত্বকে বার্তা দেওয়া হয়েছে, সম্ভাব্য জোটসঙ্গীদের কোনওভাবেই চটানো যাবে না। এই বার্তাটি অধীরের জন্যও প্রযোজ্য।
মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে বলেছেন, তিনি বিজেপিকে হারাতে হলে কংগ্রেসের সঙ্গে জোট করতে চান।