পশ্চিমবঙ্গ

ব্রিগেডের ভিড় ভোটে পড়বে তো? সিপিএমকে প্রশ্ন কুণালের

 

দেড় দশক বাদে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ব্যানারে ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে ভিড় নিয়ে আশঙ্কা ছিল, তবে শনিবার রাত পর্যন্ত সেই আশঙ্কা অনেকটাই কমেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাল-সাদা জনস্রোত ভিড় করছে ব্রিগেডে।

ডিওয়াইএফআই নেতৃত্বের দাবি, রেকর্ড ভিড় হবে তাঁদের সমাবেশে। তবে বিরোধীরা এই ভিড়কে আমল দেওয়ার বিপক্ষে। তৃণমূল ও বিজেপির নেতারা বলছেন, বামেদের ব্রিগেড সমাবেশে ভিড় তো বরাবরই হয়। কিন্তু তাতে আসন আসে না।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশের নামে কিছু লোক ব্রিগেড যাবেন। কিন্তু সিপিএমকে ভোট দেবেন না। ব্রিগেড নতুন নয়। ২১ সালেও ব্রিগেড করেছে। তারপর শূন্য পেয়েছে। ব্রিগেডে লোক আসছে দেখিয়েও সিট তো সেই গিয়ে শূন্য। বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম।”

তিনি আরও বলেন, “যাঁরা আজ লালঝান্ডা নিয়ে হাঁটবেন, চক্ষুলজ্জায় বলতে পারবেন না, তাঁদের মধ্যে কিছু মানুষ, যাঁদের বাড়িতে কন্যাশ্রী, সবুজসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার পান। তাঁরা ভোট দেবেন তৃণমূলকে। আর বাকি যারা অন্ধ তৃণমূল বিরোধী তাঁদের ভোট যাবে বিজেপিতে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.