কলকাতার দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙার পরিকল্পনা থেকে পিছু হটল রেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারের পরই রেল এই সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি খবর ছড়িয়েছিল যে, কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা আরও মসৃণ করতে কিছুটা জমি চেয়েছে রেল। তাতে দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াকের একাংশ ভাঙা পড়তে পারে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শেষ রক্তবিন্দু থাকতে স্কাইওয়াক ভাঙতে দেবেন না।
রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙার কোনও পরিকল্পনা নেই। স্কাইওয়াকের উপর দিয়ে মেট্রো লাইন বাড়ানোর জন্য কিছুটা এয়ার স্পেস দরকার হবে। সেজন্য কয়েকটি পিলার নির্মাণ করতে হবে। কিন্তু স্কাইওয়াক ভাঙার কোনও প্রশ্ন নেই।
রাজ্য সরকার মেট্রো ও রেলের কাজে সহায়তাই করছে বলে দাবি করেছে রেল।