তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। এই ঘটনার প্রেক্ষিতে কুণাল ঘোষ মানহানির মামলা করেছিলেন। সোমবার কলকাতা নগর দায়রা আদালত এই মামলার শুনানিতে শিশির অধিকারীসহ তিনজনের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১১ মার্চ আদালতে হাজিরা দিতে হবে শিশির অধিকারীকে।
একুশের বিধানসভা ভোটের প্রচার চলাকালীন কুণাল ঘোষের বিরুদ্ধে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন শিশির অধিকারী। এরপরই মানহানির অভিযোগ তুলে কুণাল ঘোষ আদালতের দ্বারস্থ হন। আদালত শুনানিতে শিশির অধিকারীকে সমন জারির নির্দেশ দেন।
শিশির অধিকারীর আইনজীবী জানান, এখনও পর্যন্ত তারা আদালতের সমন পাননি। নথি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে।
অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের সম্পর্ক একুশের বিধানসভা ভোটের আগে থেকেই তিক্ত হয়ে উঠেছিল। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার পর সেই দূরত্ব আরও বাড়ে। বারবার দলের মুখপাত্র কুণাল ঘোষকে নিশানা করেছে অধিকারী পরিবার। এবার সেই বিরোধেরই খেসারত দিতে হচ্ছে শিশির অধিকারীকে।