ভারতের ইউপিএসসি পরীক্ষাকে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। প্রতিবছর লাখ লাখ ছেলেমেয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু উত্তীর্ণ হওয়ার সুযোগ পায় মাত্র কয়েকজন। এমন পরিস্থিতিতে অতিদরিদ্র পরিবার থেকে আসা পরীক্ষার্থীদের জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আরও কঠিন হয়ে পড়ে।
বিশাল মুখার্জি এমনই একজন তরুণ, যিনি অতিদরিদ্র পরিবারের সন্তান হয়েও একক চেষ্টায় ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস অফিসার হয়েছেন। তার এই সাফল্য শুধুমাত্র তার নিজের পরিশ্রমের ফসল নয়, বরং তার মায়ের কঠোর পরিশ্রমের ওপর ভিত্তি করে গড়ে ওঠা।
বিশালের জন্ম হয় পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে। তার বাবা ছিলেন একজন কৃষি শ্রমিক এবং মা ছিলেন একজন গৃহবধূ। বিশালের পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। তাদের কোনো জমিজমা ছিল না। বিশালের বাবা-মা দিনমজুরি করে সংসার চালাতেন।
বিশালের মা ছিলেন একজন সাহসী ও সংগ্রামী নারী। তিনি তার সন্তানদের ভালো শিক্ষা দিতে চেয়েছিলেন। তিনি তার সন্তানদের পেট ভরতে ছাগল চরাতেন। বিশাল তার মায়ের কঠোর পরিশ্রমের কথা বলতে গিয়ে বলেন, “আমার মা আমাকে বলতেন, তুমি পড়াশোনা করে বড় হও। তুমি একজন বড় মানুষ হও। তোমার মায়ের কষ্ট হবে না।”