পশ্চিমবঙ্গের তৃণমূলের মন্ত্রী, বিধায়ক ও প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে শুক্রবার সকালে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদের মধ্যে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু, বরানগরের বিধায়ক তাপস রায় ও উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই তল্লাশিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, “বিজেপির নির্দেশে এভাবে হেনস্তা করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি হচ্ছে না কেন? এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।”
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই তল্লাশির সমালোচনা করেছেন। তিনি বলেন, “নিয়োগ দুর্নীতিতে জড়িতরা শাস্তি পাবে। সুজিত বসুরা যদি দুর্নীতি করেন তাহলে তাদের শাস্তি হবে।”
ইডির আধিকারিকরা জানান, তারা তৃণমূল পরিচালিত পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করছেন। এই তদন্তের অংশ হিসেবেই তারা এই তল্লাশি চালিয়েছেন।