রাজনীতিবিদরা সাধারণ মানুষের থেকে আলাদা। তারা ক্ষমতার অধিকারী, তাদের জীবনযাত্রাও সাধারণ মানুষের থেকে আলাদা। কিন্তু সব রাজনীতিবিদই কি তাই? না, এমন নয়। কিছু রাজনীতিবিদ আছেন যারা ক্ষমতার মাথায় উঠলেও সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। তারা সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বুঝতে পারেন এবং তাদের পাশে থাকেন।
তেলগু দেশম পার্টির বর্ষীয়ান নেতা অশোক গজপতি রাজু এমনই একজন রাজনীতিবিদ। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোদি সরকারের প্রথম দফায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব পালন করেন। তিনি বিজয়নগরম রাজপরিবারের সন্তানও।
সম্প্রতি, হায়দরাবাদ স্টেশনে গজপতি রাজুর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, তিনি পরিবারের সদস্যদের নিয়ে ট্রেনের অপেক্ষায় বসে আছেন। তিনি প্লাটফর্মে থামের চারপাশের সিমেন্টের বেদীতে বসে আছেন। তার পাশে তার স্ত্রী এবং নাতিও বসে আছেন।
এই ছবিটি দেখে নেটিজেনদের অনেকেই প্রশংসা করেছেন। তারা বলছেন, ক্ষমতার মাথায় উঠেও সাধারণ মানুষের মতোই জীবনযাপন করা গজপতি রাজুর মতো নেতাদের থেকেই সাধারণ মানুষ প্রত্যাশা করে।