ভারত

হিন্দি বলয়ের অন্তঃপুরে মোদীই, দাক্ষিণাত্য জয় কংগ্রেসের!

 

বিধানসভা নির্বাচনে চারের মধ্যে তিন বিজেপি এক কংগ্রেস। বিজেপি শূন্য দক্ষিণ এ আবার হিন্দি বলয় কংগ্রেস শূন্য। ভারতীয় রাজনীতিতে এক বহুল প্রচলিত সত্য হলো উত্তর প্রদেশ যার দিল্লি তার। একসময় কংগ্রেসি ছিল গোটা উত্তর ভারতের একচেটিয়া রাজত্ব। 137 বছরে সেই দল এখন প্রায় ক্ষমতাহীন হয়ে পড়েছে।

অপরদিকে আবার ১৯৮০ সালে দিল্লির মসনদে তৈরি হওয়া সেই দল আজও বসে আছে।সেই বিজেপিকে বাড়তি অক্সিজেন কে দেবে তা নিয়ে লোকসভা বিজেপির ফল যথেষ্ট। ক্ষমতায় কে যাবে তা অনেকটাই ঠিক করে দেয় হিন্দি ভারতে লোকসভার ফলাফল।

কংগ্রেস একদমই নেই এমনটা কিন্তু নয় সেই বলার মধ্যে না পড়লেও হিমাচল প্রদেশে রয়েছে। এক বছর আগে সেখানে পূর্ণ শক্তি নিয়ে এসেছে কংগ্রেস। এছাড়াও বিহারের ক্ষমতার সঙ্গে রয়েছে কংগ্রেস। 160 টি আসনের মধ্যে মাত্র ১৮টি কংগ্রেসের এবং বাকি ৭৮ টি বিজেপির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.