কলকাতার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান কালীঘাট মন্দির। প্রতি বছর পয়লা বৈশাখে এই মন্দিরে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়। এই ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের সুবিধার্থে কালীঘাটে স্কাইওয়াক নির্মাণের উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার। ২০২২ সালের জানুয়ারি মাসে এই প্রকল্পের কাজ শুরু হয়।
কালীঘাটের মতো ঘিঞ্জি এলাকায় স্কাইওয়াক তৈরির কাজ বেশ জটিল। মাটির নীচে থাকা ব্রিটিশ আমলের পাইপ লাইন, নিকাশির পাইপ অক্ষত রেখে কাজ করতে হয়। এছাড়াও, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিতে হয়। সব মিলিয়ে কাজ শেষ হতে বেশ সময় লেগেছে।
সূত্রের খবর, এখন পর্যন্ত স্কাইওয়াকের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি ১০ শতাংশ কাজ এপ্রিলের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপরই দর্শনার্থীদের জন্য স্কাইওয়াক খুলে দেওয়া হবে।
কালীঘাট স্কাইওয়াক প্রায় ৫০০ মিটার দীর্ঘ এবং সাড়ে ১০ মিটার চওড়া হবে। এটি দুটি দিক থেকে দুটি রাস্তায় সংযুক্ত হবে। একটি দিক কালীঘাট মন্দির থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকে যাবে। আরেকটি দিক কালীঘাট থানার পাশ দিয়ে গুরুপদ হালদার রোডের দিকে নামবে।