পশ্চিমবঙ্গ

কলকাতা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির, রক্ত দিলেন শতাধিক!

 

তীব্র রক্ত সংকটের মধ্যে আজ অনুষ্ঠিত হলো উৎসর্গের ১০৮৮তম রক্তদান শিবির, যার উদ্যোক্তা কলকাতা পুলিশের অন্তর্গত পোর্ট ডিভিশনের ওয়াটগঞ্জ থানা। শুভ অনুষ্ঠানের শুভারম্ভ করেন পোর্ট ডিভিশনের উপনগরপাল জনাব জাফর আজমল কিডওয়াই, আইপিএস।

উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছিলেন উপনগরপাল ২ শ্রী অতনু ব্যানার্জি, সহকারী নগরপাল শ্রী রমেশ রায় চৌধুরী, বিশ্বাস, শ্রী সম্রাট দত্ত, শ্রী প্রসেনজিৎ সৌম প্রমুখ।

উপস্থিত ছিলেন শ্রী সিদ্ধার্থ চক্রবর্তী (ওসি একবালপুর), মনোজ ঝা (ওসি নর্থ পোর্ট), শ্রী এস পি উপাধ্যায় (ওসি ওয়েস্ট পোর্ট), শ্রী অলক সরকার (ওসি গার্ডেনরিচ), সেই পৃথ্বীরাজ ভটচার্জ (ওসি মেটিয়াবুরুজ), শ্রী ময়ূর রায় ও মিস্টার ভুটিয়া (ওসি রাজাবাগান)। এছাড়াও ছিলেন করেয়া থানার ওসি শ্রী স্বপন পাহাড়ি, হেস্টিংস থানার ওসি এবং কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশের ওসি প্রমুখ। উপস্থিত ছিলেন পোর্ট ডিভিশনের বিভিন্ন থানার অ্যাডিশনাল ওসি সহ পাক স্ট্রিট থানার এডিশনাল ওসি শ্রী অমিত চ্যাটার্জী মহাশয়।

এরপর রক্তদাতাদের রক্তদানে উৎসাহ দিতে আসেন কলকাতার মাননীয় মেয়র ও মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম মহাশয়। সঙ্গে ছিলেন কলকাতা পৌরসভার ৭৫, ৭৬ ও ৭৭ ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর কোর্টের স্পেশাল পিপি শ্রী গোপাল চন্দ্র হালদার মহাশয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডি আসিস এবং নিতাই মুখার্জি মহাশয়। এছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব শাখার পক্ষ থেকে শাহনওয়াজ সামি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবীগণ ও বিশিষ্ট চিকিৎসকবৃন্দ।

এই অনুষ্ঠানে পুলিশ সহ ১০০ জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত আগামী ভবিষ্যতের জন্য দান করেন। মেয়র এই অনুষ্ঠানের সফলতার জন্য ডিসি পোর্ট এবং ওসি শ্রী অয়ন ভৌমিকের প্রশংসা করেন এবং আজকের এই অনুষ্ঠানটিকে সার্বিক ভাবে সাফল্যমন্ডিত করে তোলার জন্য ওয়াটগঞ্জ থানার মাননীয় ওসি শ্রী অয়ন ভৌমিক মহাশয়কে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.