গত শুক্রবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে রেশন দুর্নীতির তদন্তে ইডির হানায় গ্রামবাসীদের হামলার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। ইডির উপর হামলার অভিযোগে ইডি রাজ্যের পুলিশকেও দায়ী করেছে।
সোমবার সন্দেশখালিকাণ্ডের পর কলকাতায় এলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। মঙ্গলবার সকালে তিনি ইডির পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। সেখানে শাহজাহানের খোঁজ নিয়ে নতুন কোনও সিদ্ধান্ত হতে পারে।ইডির অভিযোগ, সন্দেশখালিতে হামলার সময় গ্রামবাসীদের নেতৃত্ব দিয়েছিলেন শাহজাহান নিজেই। তিনি পালিয়ে যেতে পারেন বাংলাদেশে। এ জন্য তাঁর খোঁজে আইবি এবং বিএসএফের সাহায্য নেওয়া হচ্ছে।
অন্যদিকে, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার বলেছেন, যাঁরা যাঁরা আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ করা হবে।
ইডি ডিরেক্টরের কলকাতায় আসাকে অনেকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন। ইডির তদন্তে শাহজাহান জড়িত কিনা, তা জানার জন্য ইডি ডিরেক্টরের এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।