২০২২ সালে ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন উস্তাদ রাশিদ খান। এই সম্মানে ভূষিত হওয়ার পর তিনি বলেছিলেন, “এই সম্মান পেয়ে আমি খুবই আনন্দিত। তবে এই সম্মান যদি বাংলার শিল্পী হিসেবে দেওয়া হত, তাহলে আরও ভালো লাগত।”
উস্তাদ রাশিদ খান উত্তরপ্রদেশের বদায়ুঁতে জন্মগ্রহণ করেন। কিন্তু তাঁর সঙ্গীত জীবনের বেশিরভাগ সময় কাটে বাংলায়। ১৯৯০ সালে তিনি কলকাতায় আসেন এবং এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কলকাতায় তিনি সঙ্গীতের চর্চা চালিয়ে যান এবং এখানেই তিনি সঙ্গীতের শিক্ষক হিসেবেও কাজ করেন।
উস্তাদ রাশিদ খান রামপুর-সহসওয়ান ঘরানার একজন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। তাঁর গান শুনে মুগ্ধ হয়েছেন ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতারা। তিনি তাঁর সঙ্গীতের মাধ্যমে বাংলার সঙ্গীতকে বিশ্বের দরবারে পরিচিত করে তোলেন।
উস্তাদ রাশিদ খান বাংলার গর্ব হয়ে ওঠার বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, তিনি বাংলায় দীর্ঘদিন ধরে বসবাস করেছিলেন এবং এখানেই তাঁর সঙ্গীত জীবনের বেশিরভাগ সময় কাটে। দ্বিতীয়ত, তিনি বাংলার সঙ্গীতের চর্চা চালিয়ে যান এবং এখানেই তিনি সঙ্গীতের শিক্ষক হিসেবে কাজ করেন। তৃতীয়ত, তিনি তাঁর সঙ্গীতের মাধ্যমে বাংলার সঙ্গীতকে বিশ্বের দরবারে পরিচিত করে তোলেন।
উস্তাদ রাশিদ খানের গান বাংলার সঙ্গীতের এক অনন্য সম্পদ। তাঁর গান শুনে বাংলার সঙ্গীতপ্রেমীরা আজও মুগ্ধ হন। তিনি বাংলার সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র।