বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এক সিদ্ধান্তে অনুপম হাজরাকে দলের সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে অপসারণ করেছেন। এর আগে অনুপম হাজরা একের পর এক মন্তব্যে বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিলেন। তিনি তৃণমূলের মঞ্চেও যান। এসব কারণেই তাকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
অনুপম হাজরা ছিলেন বোলপুরের তৃণমূল সাংসদ। ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দেন। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি যাদবপুর আসনে প্রার্থী হন। কিন্তু তিনি জিততে পারেননি।
এরপর থেকেই তিনি একের পর এক মন্তব্যে বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা করে আসছেন। তিনি অভিযোগ করেন যে রাজ্য নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত। তিনি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে দলের অভ্যন্তরে অরাজকতার অভিযোগও করেন।
গত ১৩ ডিসেম্বর বিশ্বভারতীর ফলক বিতর্কের সময় তিনি শান্তিনিকেতনে তৃণমূলের ধর্নামঞ্চে যান। সেখানে তিনি তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেন।এরপর ১৫ ডিসেম্বর তিনি ফেসবুক লাইভে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন যে রাজ্য সভাপতি, সাধারণ সম্পাদক (সংগঠন)-এর মদতেই জেলা বিজেপিতে অরাজকতা চলছে। তিনি জেলা সভাপতি ধ্রুব সাহা লোক দিয়ে তাঁর প্রাণনাশের চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।