বিনোদন

রাষ্ট্রপতি ভবনে দেখানো হবে শাহরুখের ‘ডাঙ্কি’, উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরা!

 

শাহরুখ খানের নতুন ছবি ‘ডাঙ্কি’ মুক্তির তিন দিনে গোটা বিশ্বে ১৫৭.২২ কোটি টাকার ব্যবসা করেছে। এই ছবির প্রেক্ষাপট শরণার্থীদের সমস্যা। বর্তমান সময়ে এই সমস্যা বেশ প্রাসঙ্গিক। তাই রাষ্ট্রপতি ভবনে ‘ডাঙ্কি’ দেখানো হবে বলে জানা গেছে।

‘ডাঙ্কি’ ছবির গল্পে দেখা যাবে, শাহরুখ খানের চরিত্রটি একজন বেআইনি অনুপ্রবেশকারী। তিনি চান তার পরিবারকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু সেই পথে তার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।

ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন তানবীর কাউল। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন ললিত মাহেরাজ, সুরভী মারাঠি, নওশাদ আলী এবং হিমাংশু কোহলি।

ছবির মুক্তির পর থেকেই শাহরুখ খানের ভক্তরা ছবিটিকে করমুক্ত করার দাবি জানিয়ে আসছেন। তারা মনে করেন, এই ছবিটি সকলের দেখা উচিত। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে।
‘ডাঙ্কি’ ছবির বক্স অফিস কালেকশন নিয়ে অনেকেই হতাশ। কারণ শাহরুখ খানের আগের দুটি ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। কিন্তু ‘ডাঙ্কি’র ক্ষেত্রে তা হয়নি।তবে রাষ্ট্রপতি ভবনে ‘ডাঙ্কি’ দেখানো হবে বলে জানার পর ভক্তদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, ছবিটি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করবে এবং ছবিটি করমুক্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.