গত বুধবার এআইসিসি সদর দপ্তরে কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে ছিলেন রাহুল গান্ধী। বৈঠকে বাংলার প্রদেশ সভাপতি অধীর চৌধুরী একা লড়াইয়ের দাবি জানান। কিন্তু রাহুল তাৎক্ষণিকভাবেই সেই দাবি হেসে উড়িয়ে দেন। তিনি বলেন, “বাস্তবসম্মত কথা বলুন। কলকাতা থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে বাংলায় দলের কজন বিধায়ক আছেন?”
অধীর চৌধুরী এবং অন্যান্য কংগ্রেস নেতারা প্রথমে ২০টি আসনের দাবি জানান। কিন্তু রাহুলের প্রশ্নের মুখে তাদের দাবি কমে ১২টিতে। এরপরও রাহুল বলেন, “গোল গোল কথা বলবেন না। বাস্তব ছবিটা বলুন।”
বৈঠকে একা লড়াইয়ের পক্ষে থাকা প্রদেশ নেতাদের উদ্দেশ্যে রাহুল বলেন, “বিজেপিকে হারানো ছাড়া দ্বিতীয় কোনও লক্ষ্য নেই। সংগঠনের কাজ করুন। দলের কর্মী চাই।”
অবশেষে বৈঠকে আসন সমঝোতার আসনে শেষে দাঁড়ি পড়ে ৭ আসনের দাবিতেই। তবে কোনও আসন নিয়েই রফা চূড়ান্ত হয়নি।এক প্রদেশ নেতারের কথায়, “হাইকমান্ড যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এ রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করার পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছে তা স্পষ্ট। রাহুলজিরা সবটাই ছকে নিয়েছেন। রাজ্যে দলের অবস্থা কে কতটা বাস্তবসম্মতভাবে তাঁকে বলেন, সেটা দেখতে চাইছিলেন।”