এতদিন নিজের শর্তে কাজ করি এমনই হ্যাশট্যাগ খেয়ে গিয়েছিল সমাজমাধ্যমে। এবারে দেখে মনে হচ্ছে সব শর্ত মিলে গিয়েছে। টলি পাড়ায় বৃহস্পতিবার দিন দেব এক চাঞ্চল্য সৃষ্টি করলেন। অভিনেতা সমাজ মাধ্যমে এক ছবি পোস্ট করলেন, আর সেই ছবিতে দেখা যাচ্ছে দেব রুক্মিণী ও সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির বিবরণ অবশেষে সব পাকা।
দে ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন,” অবশেষে এবার ঘোষনার পালা। আমরা আসছি ২০২৪ সালে।” অর্থাৎ এই ছবি মুক্তি পাবে আগামী বছর। দেব এর আগে সিজিজিত পরিচালিত জুলফিকার ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবিতে দেবের অভিনয় প্রশংসিত হয়েছিল। তারপর দেব ও রুক্মিণীর জুটি তৈরি হয়েছে বহুবার শ্রীজিতের ছবিতে কাজ করার কথা হয়েও তা চূড়ান্ত হয়নি।
অবশেষে দুই শিবির এক হলো অনেকদিন পর সৃজিতের ছবিতে কাজ করতে চলেছেন দেব। এবারে পরিচালকের সেই ছবিতে দেব রুক্মিণীর আগমন যেন আর ওই উৎসাহ বাড়িয়ে দিয়েছে দর্শকদের মধ্যে। রুক্মিণী এই বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাসিত তিনি জানিয়েছেন এই বিষয়টি নিয়ে খুবই আনন্দিত তিনি আশা রাখছেন দর্শকদের একটা ভালো উপহার দিতে পারবেন। এর আগেও সৃজিতের সঙ্গে অনেকবার কাজ নিয়ে কথা হয়েছে কিন্তু কোনটাই বাস্তবায়িত হয়নি। দেবকে নিয়ে সিরাজউদ্দৌলার জীবনী তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছিলে এই বই কি তাহলে সেই ছবি এখনই কিছু জানাতে চান না দেব ও রুক্মিণী।