কলকাতায় শাহরুখ খানের নতুন ছবি ‘ডাঙ্কি’র প্রথম শো সকাল ৭টায়। আগের ছবি ‘জওয়ান’-এর প্রথম শো ছিল ভোর ৫টায়। তবে এবার সকাল ৫টার আগে শো না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশক এসভিএফ। তাদের যুক্তি, শীতের সকালে ভোরে শো হলে দর্শকদের সমস্যা হতে পারে।
মুম্বাইয়ে ‘ডাঙ্কি’র প্রথম শো সকাল ৫টা ৫৫ মিনিটে। তবে কলকাতায় শহরের আবহাওয়া বিবেচনায় নিয়ে সকাল ৭টায় শো দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশক সংস্থার এক কর্মকর্তার কথায়, ‘‘সকাল ৭টায় শো হলে বেশি দর্শক ছবিটা দেখতে পারবেন। ঠান্ডায় দর্শক ছবি দেখতে যাবেন কি না, তা নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে।’’
শহরে শাহরুখ খানের বেশ কিছু ফ্যান ক্লাব সকাল ৬টায় শো চেয়ে ফোন করেছিল পরিবেশকের কাছে। তবে তাদের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। ফ্যান ক্লাবগুলিকে সম্পূর্ণ প্রেক্ষাগৃহ বুক করতে হবে বলে জানানো হয়েছে।
শাহরুখ খানের বেহালা ফ্যান ক্লাবের তরফে সূর্যেন্দ্র বাগচী বলেন, ‘‘আমরা সকাল ৬টায় শো চেয়েছিলাম। কিন্তু ওঁরা বলেছেন, পুরো হল বুক করতে হবে। তা ছাড়া, আমরা বেহালার একটি হলে সকাল ৯টার শো পেয়েছি। তাই অযথা সকালের শো আর নিতে চাইছি না।’’
‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর পর ‘ডাঙ্কি’ প্রথম দিনে বক্স অফিসে কী রকম ব্যবসা করে, তা জানার অপেক্ষা।