বিনোদন

KIFF 2023: মায়ানমারের সামরিক অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি নিয়ে নির্মিত ‘ভাঙা স্বপ্ন’ মন জয় করে নিল সকলের!

 

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে মায়ানমারের চলচ্চিত্র ‘ভাঙা স্বপ্ন’। ছবিটি পরিচালনা করেছেন নয়জন পরিচালক, যারা সবাই দেশত্যাগী। ছবিটি সামরিক অভ্যুত্থানের পরবর্তী মায়ানমারের বাস্তবতা তুলে ধরে।

ছবিটিতে দেখানো হয়েছে, সামরিক সরকারের অত্যাচারে মায়ানমারের মানুষ কীভাবে ভোগান্তির শিকার হচ্ছে। ছবিতে একজন জেলে নির্যাতিতা মেয়ের আতঙ্ক পরবর্তী মানসিক বৈকল্য, একজন প্রতিবাদী ছাত্রীর সংগ্রাম, সামরিক জুন্টা বিরোধী বিপ্লবীদের সংশয় ও অন্তর্দ্বন্দ্বের মতো নানা দিক তুলে ধরা হয়েছে।

ছবির পরিচালক বো তেট ঠোন বলেন, “আমরাও মানুষ। আমাদেরও কখনও হতাশ লাগে। কিন্তু পরক্ষণেই আমরা ভাবতে থাকি, হাল ছাড়লে চলবে না। এ লড়াইয়ের শেষ দেখেই ছাড়ব!”
বো তেট ঠোন জানান, রাষ্ট্রপুঞ্জের হিসাবেই মায়ানমারে ২০ লক্ষের বেশি বাসিন্দা দেশছাড়া হয়েছে। তিনি দাবি করেন, সামরিক সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ধারায় সেনাবাহিনীর অনেকেই বিপ্লবীদের সঙ্গে যোগ দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.