বলিউডের সুপারস্টার শাহরুখ খানকে সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে এক অনুরাগীর হাত ধরে রাখার ঘটনায় সমালোচনা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন শাহরুখ। এক পর্যায়ে একজন অনুরাগী শাহরুখের হাত ধরে রাখেন। বিষয়টি নজরে আসতেই তৎক্ষণাৎ শাহরুখকে উদ্ধার করে পরিস্থিতি সামাল দেন তাঁর দেহরক্ষীরা।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, অনুরাগী শাহরুখের হাত ধরে বলছেন, “আমি আপনার বড় ভক্ত।” শাহরুখও অনুরাগীর সঙ্গে কথা বলছেন। কিন্তু অনুরাগী শাহরুখের হাত ছাড়তে চাইছেন না।
এই ঘটনায় অনেকেই শাহরুখের অনুরাগীর আচরণকে অসভ্য বলে মন্তব্য করেছেন। একজন নেটাগরিক লিখেছেন, “এটা কী রকমের অসভ্যতা, বুঝলাম না! আরে ভাই, আপনি ওঁর হাতটা তো ছাড়ুন।” আবার কারও মতে, এই ধরনের আচরণ শাহরুখকে কোনও দুর্ঘটনার মধ্যে ঠেলে দিতে পারত।
শাহরুখের দেহরক্ষীদের দ্রুত হস্তক্ষেপের ফলে বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় শাহরুখের অনুরাগীদের আচরণের প্রতি সমালোচনার ঝড় বইছে।