বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান এবং রণবীর সিংয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে প্রতিযোগিতা। সম্প্রতি ‘ডন ৩’ এবং ‘থালাইভার ১৭১’-এ রণবীর সিংয়ের অভিনয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে।গত ১৯ ডিসেম্বর, ২০২৩-এ ‘ডন ৩’-এর পরিচালক ফারহান আখতার জানিয়ে দেন যে, শাহরুখ খান আর এই সিনেমায় অভিনয় করবেন না। তার বদলে রণবীর সিংকে দেখা যাবে। এই ঘোষণায় ক্ষিপ্ত হয়ে ওঠেন শাহরুখের অনুরাগীরা। তারা রণবীর সিংয়ের সমালোচনা করেন এবং বলেন যে, তিনি শাহরুখ খানের মতোই ‘ডন’ চরিত্রে সফল হতে পারবেন না।
এদিকে, রজনীকান্তের নতুন ছবি ‘থালাইভার ১৭১’-এ অভিনয়ের প্রস্তাব শাহরুখকে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নাকি তা ফিরিয়ে দিয়েছেন। এর পরই এই চরিত্রটি রণবীর সিংকে অফার করা হয়েছে। রজনীকান্তের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে রণবীর সিং উচ্ছ্বসিত।
এই দুই সিনেমায় রণবীর সিংয়ের অভিনয় নিয়ে বিতর্কের মধ্যেই প্রশ্ন উঠছে যে, তিনি কি শাহরুখ খানের স্থলাভিষিক্ত হতে পারবেন?বলিউড বিশ্লেষকরা মনে করেন যে, রণবীর সিং একজন প্রতিভাবান অভিনেতা। তিনি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘পদ্মাবত’, ‘বাজিরাও মাস্তানি’, ‘রামলীলা’, ‘সিংহম’, ‘সূর্যবংশী’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর মতো হিট ছবিতে অভিনয় করেছেন। তবে ‘ডন ৩’ এবং ‘থালাইভার ১৭১’-এ তার অভিনয়ের মাধ্যমেই প্রমাণ করতে হবে যে, তিনি শাহরুখ খানের মতোই একজন বড় তারকা হতে পারেন।
অন্যদিকে, শাহরুখ খান একজন আইকনিক তারকা। তিনি ‘ডন’, ‘কাল হো না হো’, ‘ওম শান্তি ওম’, ‘কৃষ’, ‘মাই নেম ইজ খান’, ‘জিরো’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। তার অনুরাগীরা মনে করেন যে, শাহরুখ খান ছাড়া ‘ডন’ এবং ‘থালাইভার’-এর মতো সিনেমায় অভিনয় করা কারও পক্ষে সম্ভব নয়।