পশ্চিমবঙ্গ

ভাগ্যিস আমি এখন আর সাংসদ নই! সংসদে বিজেপির ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ মমতার

 

সংসদের নিরাপত্তা নিয়ে বিরোধীদের দাবিতে হট্টগোল করার অভিযোগে সোমবার ৩৩ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে দিলেন স্পিকার ওম বিড়লা। এই সাংসদদের মধ্যে রয়েছেন কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, আরএসপি, জেডিইউর সাংসদরা।

গত ১৩ তারিখে সংসদে গ্যাস হামলার ঘটনার পর থেকেই বিরোধীরা এই ঘটনার তদন্ত এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি জানিয়ে আসছেন। সোমবারও অধিবেশনের শুরুতেই এই দাবিতে হট্টগোল শুরু করেন তারা। অধিবেশন দুপুর পর্যন্ত মুলতুবি রাখা হয়। এরপর স্পিকার ওম বিড়লা সাসপেন্ড করেন ৩৩ জন সাংসদকে।

সাসপেনশনের খবর শুনে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সংসদের মধ্যে বিরোধীদের কণ্ঠস্বর দমিয়ে রাখতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।”
রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, “সংসদে নিরাপত্তা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছি। এই দাবি করার জন্যই আমাদের সাসপেন্ড করা হয়েছে।”

বিরোধীদের অভিযোগ, সংসদে সংখ্যাগরিষ্ঠের বাহুবল কাজে লাগিয়ে সরকার বিরোধীদের কণ্ঠস্বর দমিয়ে রাখতে চাইছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.