বিনোদন

কোন VFX নেই, সম্পূর্ণটাই ‘মেড ইন ইন্ডিয়া’! কিভাবে তৈরি হলো অ্যানিম্যাল ছবির মেশিনগান?

 

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’ সিনেমায় দর্শকদের নজর কেড়েছে সিনেমার অ্যাকশন সিকোয়েন্সগুলি। বিশেষ করে, সিনেমা বিরতির আগের ১৮ মিনিটের রোমহর্ষক দৃশ্যে দেখা যায়, টাইগার শ্রফের চরিত্রের হাতে একটি বিশালাকৃতির মেশিনগান। সেই মেশিনগানের গুলির বৃষ্টিতে ঝাঁজরা হয়ে যায় শত্রুবাহিনীর শরীর।

সেই মেশিনগানটি আসলে ‘মেড ইন ইন্ডিয়া’। সিনেমার প্রোডাকশন ডিজাইনার সুরেশ সেলভারাজান জানান, “পরিচালক সন্দীপ রেড্ডির ভাবনার কথা মাথায় রেখেই মেশিনগানটি বানানো হয়েছিল। তৈরি করতে সময় লেগেছিল ৫ থেকে ৬ মাস। প্রথম কনসেপ্ট ডিজাইন ছকে নিয়ে তারপর ধাপে ধাপে বানানো হয় ওই অস্ত্র। এরকম একটা জিনিস বানাতে চেয়েছিলাম যা বাজারে কোথাও পাওয়া যায় না। তাই কোনও রেফারেন্সও পাইনি তৈরির সময়ে। একশোরও বেশি মানুষ হাত লাগিয়েছিল ওই মেশিনগান বানাতে। ওজনও ৫০০ কেজির উপর।”

সেলভারাজান আরও জানান, “মেশিনগানটি বানানোর জন্য স্টিল, অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের মতো বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়েছে। মেশিনগানটিকে আরও বাস্তবধর্মী করে তোলার জন্য বিশেষ ধরনের রঙ ব্যবহার করা হয়েছে। এছাড়াও, মেশিনগানটিতে লাইট এবং সাউন্ড ইফেক্টও ব্যবহার করা হয়েছে।”

‘অ্যানিম্যাল’-এর মেশিনগানটি সিনেমায় যে সাফল্য পেয়েছে, তাতে প্রোডাকশন ডিজাইনার সুরেশ সেলভারাজান বেশ খুশি। তিনি জানান, “মেশিনগানটি তৈরির জন্য অনেক পরিশ্রম করেছি। সিনেমায় যে সাফল্য পেয়েছে, তাতে আমার অনেক ভালো লেগেছে। আমি আশা করি, ভবিষ্যতেও এমন ধরনের কাজ করতে পারব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.