২০২০ সালের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুর পর থেকে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর জীবনে নেমে আসে নানা সমস্যা। অভিনেতার মৃত্যুর জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয় রিয়ার উপর। মাস দুয়েক জেলে কাটাতে হয় তাকে। এরপর মাঝের দু’বছর ছিলেন লোকচক্ষুর আড়ালে। তবে জীবন বহমান। সুশান্তের স্মৃতি পিছনে ফেলে জীবনে এগিয়ে গিয়েছেন রিয়া। বেশ কিছু কাজও পেয়েছেন।
সুশান্তের মৃত্যুর পর তার বাবা অভিনেতার মৃত্যুর জন্য রিয়ার উপর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন। তারপর থেকে রিয়ার নামে লুকআউট নোটিস জারি হয়। যার ফলে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল তার উপর।এবার কাজের প্রয়োজনে বিদেশে যেতে চান রিয়া। সেই কারণে বম্বে উচ্চ আদালতে আবেদন জানান তিনি। শুক্রবার, বিচারপতি এ এস গড়কড়ির নেতৃত্বের ডিভিশন বেঞ্চে রিয়ার আইনজীবী অভিনব চন্দ্রচূড় আবেদন জানান।
আদালত রিয়ার আইনজীবীকে জানতে চায়, সুশান্ত মামলায় নাম জড়ানোর পর থেকে রিয়া বিদেশে ভ্রমণ করেছেন কি না। জবাবে চন্দ্রচূড় জানান, মাদক মামলায় জামিন পাওয়ার পরে, বিশেষ এনডিপিএস আদালত থেকে বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছিলেন রিয়া। তবে সিবিআইয়ের তরফে যে এফআইআর দায়ের করা হয়, তার জেরে অভিনেত্রী দেশ ছাড়তে পারেননি।