কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের তারকা অনিল কাপুর তার বক্তৃতায় কলকাতার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। তিনি বলেন, কলকাতা তার কাছে শুধু একটি শহর নয়, একটি আবেগ। এই শহর তার চলচ্চিত্র জীবনের সূচনালগ্ন থেকেই তার সাথে জড়িয়ে আছে।
অনিল কাপুর ১৯৭৯ সালে কলকাতায় এসেছিলেন তার প্রথম চলচ্চিত্র “কাঁহা কাঁহা সে গুজর গয়ে”-র শুটিং করতে। সেই সময় তিনি বালিগঞ্জের একটি গেস্টহাউসে থাকতেন। তিনি বলেন, সেই সময় থেকেই কলকাতা তার হৃদয়ে স্থান করে নিয়েছে।
অনিল কাপুর কলকাতার চলচ্চিত্র ও সংস্কৃতির প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তমকুমার, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদার, অপর্ণা সেন, সুচিত্রা সেন প্রমুখদের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, এইসব তারকাদের কাজ তাকে অনুপ্রাণিত করেছে।অনিল কাপুরের বক্তৃতা শ্রোতাদের মুগ্ধ করেছে। তার আবেগপ্রবণ বক্তৃতায় কলকাতার প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা স্পষ্ট হয়ে উঠেছে।