কিংবদন্তি সংগীত শিল্পী ভূপেন হাজারিকা দিয়েছিলেন ‘গঙ্গা আমার মা পদ্মা আমার মা’। এই গানের মাধ্যমে দুই বাংলাকে তিনি একই সূত্রে বেধেছিলেন। এবারে বাংলার চঞ্চলের কন্ঠে শোনা গেল সেই ঐক্যের গান। বিশ্বকাপে ইন্ডিয়ার হেরে যাওয়া দিকে বেশ উচ্ছ্বাসিত হয়েছিল ওপার বাংলার মানুষেরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছিল।
এবারে নেট দুনিয়ার মানুষেরা মনে করছেন সেই বিতর্ককে থামাতেই চঞ্চল এমন গান গাইলেন। অন্যদিকে আবার বাংলাদেশের নির্বাচনে সিংহাসন নিজের হাতে রাখতে রীতিমত মরিয়া শেখ হাসিনা। চঞ্চল একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা তার সামনেই রয়েছেন এবং তিনি গান করছেন গঙ্গা আমার মা পদ্মা আমার মা। যা শুনে রীতিমতো আপ্লুত হয়ে গিয়েছেন শেখ হাসিনা।
শুধু ওপার বাংলাতেই নয় চঞ্চল টলিউড ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। সম্প্রতি তিনি শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়বীকে কাজ করেছেন। তিনি জানিয়েছেন মানুষ আর খেলাকে মাঠের মধ্যে সীমাবদ্ধ রাখছে না তা বাইরে নিয়ে আসছে যা সত্যি সকলের জন্য খুবই দুর্ভাগ্যজনক।