তেলেঙ্গানায় এবারে নাম বদল করা নিয়ে রাজনৈতিক বিতর্কে দানা বাঁধলো। উত্তরবঙ্গের মন্ত্রী যোগী দক্ষিণে ভোট প্রচার করতে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন তারা সেখানে জিতলে সেখানে রাজধানীর নাম পাল্টে ভাগ্য নগর করে দেবেন। যোগীর এই মন্তব্যে হায়দ্রাবাদের প্রধান সংসদ আজাদ উদ্দিন ওয়াইসি তীব্র প্রতিবাদ করেছেন।
পূজার সবার সোমবার দিন আজাদ উদ্দিন জানিয়েছেন ভাগ্য নগরের নাম কোথা থেকে এলো এর থেকেই বোঝা যাচ্ছে তারা হায়দ্রাবাদ কে কতটা ঘৃণা করেন। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির কর্ম সমিতির বৈঠকে হায়দ্রাবাদকে ভাগ্য নগর বলে চিহ্নিত করেছিলেন। যদিও তারা সেই ভোটে হেরে গিয়েছিলেন।
বিজেপি হায়দ্রাবাদের সভা করতে গিয়ে খোলাখুলি এ কথা জানিয়েছেন। দাবি বিজেপি নেতৃত্বের সরদার বল্লভ ভাই প্যাটেল প্রথম এক ভারত কথাটি উচ্চারণ করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং তেলেঙ্গানা বিজেপি সভাপতি জে কিষান রেড্ডি সোমবার দিন জানান সে যদি সেখানে ভোটে যেতে তাহলে হায়দ্রাবাদের নাম বদল করে ভাগ্য নগর করা হবে।