এবারে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে দেখা যাবে নতুন দল তৃণমূল বিএনপিকে। ইতিমধ্যেই বিএনপি জাতীয় পার্টি এমনকি শেখ হাসিনার আওয়ামী লীগ ছেড়েও তৃণমূলের এই পার্টিতে যোগদান করছেন একাধিক মানুষ।
প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির বিদ্রোহী নেতারা অনাস্থা জ্বালিয়ে ২০১৫ সালে নতুন দল তৈরি করেছিলেন। চলতি বছরের নির্বাচন কমিশনে এই দল স্বীকৃতি পেয়েছে। এই প্রথমবার স্বীকৃত দল হিসেবে ভোটের লড়াই করতে চলেছেন
চলতি বছরে ভোটে মনোনয়ন পাওয়ার জন্য তৃণমূলের এই দল ইচ্ছুকদের আবেদন গ্রহণ করা শুরু করেছিলেন। ইতিমধ্যেই আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রাক্তন সংসদ এই দলে যোগ দিয়েছেন।