একের পর এক ফ্লপ ছবির পরে অবশেষে দিওয়ালি ফাঁকা ময়দানে টাইগার গর্জে উঠেছে। যদিও পাঠান ও জওয়ানের রেকর্ড ভাঙতে ব্যর্থ টাইগার থ্রি। কিন্তু সালমান তবুও টাইগারদের সাফল্যের পরও সেরা জুতো পড়ে কেন আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব এলেন?
সম্প্রতি ভাইজান ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগদান করেছিলেন। তার প্রযোজনা সংস্থার তরফ থেকেই তৈরি পরে ছবি প্রচারের জন্যই তিনি যখন মঞ্চে উঠেন তখন আলোকচিত্রদের নজর কিন্তু এড়িয়ে যেতে পারেননি তিনি। তাদেরকে ক্যামেরাতেই ধরা পরল ভাইজানের সেরা জুতোর ছবি। কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও ভাইজান এমন কাজটা কেন করলেন রীতিমত চোর গোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় এই নিয়ে।
কেউ মন্তব্য করেছেন এইটা আবার নতুন ফ্রেন্ড শুরু হয়েছে আবার কেউ জানালেন তিনি হয়তো এইটা পড়েই আরাম পান আবার ভাইজান ভক্তরা জানালে সালমান খানের দেখনদাড়ি লাগেনা। ৪৫০ কোটি ব্যবসা করে ফেললেও সমালোচকেরা কিন্তু এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন।