আবারো পুরনো পরিস্থিতিতে ফিরে এসেছেন মানুষেরা করোনা পরিস্থিতি কাটিয়ে। পূজা মন্ডপে যেমন ভিড় হয়েছে তেমনি সিনেমা হলেও দর্শকদের ভিড় চোখে পড়ার মতন। আবার পরিচালকেরাও নিত্যনতুন ভাবনা নিয়ে হাজির হচ্ছেন। ঠিক তেমনি পরিচালক রাজিব ঘোষ তৈরি করেছেন নসির কৌটো। যা খুব শীঘ্রই মুক্তি পাবে। অন্যদিকে আবার ধ্রুব বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন বগলা মামা যুগ যুগ জিও।
এই বগলা মামা আমার চরিত্রটি অতীত সাহিত্যের অংশ। যা রীতিমতো হারিয়ে গিয়েছিল। আবারও ছবির মাধ্যমে ফিরিয়ে আনছেন পরিচালক ধ্রুব। আর এই দুটি ছবিরই কমন ফ্যাক্টর হলেন অভিনেতা বিশ্বনাথ বসু। এই দুটি ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যেতে চলেছে। এই দুটি ছবিরই গল্প আলাদা। কিন্তু কেন্দ্রবিন্দু হাস্য রস।
এক সাক্ষাৎকারে বিশ্বনাথ বসু জানান করোনার পর থেকে সকলের জীবনটাই খুবই গুরু গম্বীর হয়ে গিয়েছে। প্রতিটা ছবিতেই বেশ বাঙালিয়ানা দেখা যাচ্ছে। তবে তার একটা ইচ্ছা ছিল পরিচালক তরুণ মজুমদারের ছবিতে কাজ করা। বগলাম আমার ছবিতে তিনি সেই স্বাদ পেয়েছেন। যেখানে যৌথ পরিবার পাড়ার আড্ডা সমস্ত কিছু রয়েছে। এবং নসির কৌটো গল্পে রয়েছে মাটির গন্ধ এই তার পাওনা।