জাতীয় রাজনীতিতে টাকা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সংসদ এই অভিযোগে যুক্ত মহুয়া মৈত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে। এথিক্স কমিটি ইতিমধ্যেই তার সংসদীয়পদ বাতিলের সিলমোহর দিয়েছে। শীতকালীন অধিবেশনে এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই অধিবেশন শুরু হবে আগামী ৪ ডিসেম্বর থেকে।
সূত্রের মারফত খবর মহুয়া বিতর্কের জেরে প্রশ্ন উত্তর পর্বের বদল আসছে চলেছে। এক প্রস্থ আলোচনা হয়ে গিয়েছে এই বিষয় নিয়ে। এবার থেকে কেউ নয় যে সাংসদ প্রশ্ন করতে চান তার প্রশ্নগুলো নিজেকেই টাইপ করে নিতে হবে এমনই নিয়ম আসতে চলেছে। দুবাই থেকে সংসদের পাসওয়ার্ড নিয়ে লগইন করার বিষয়টা নিয়ে মহুয়া জানিয়েছিলেন তিনি অন্য অফিসের কর্মীকে দিয়ে প্রশ্ন টাইপ করিয়েছিলেন।
যত গোল বেঁধেছে এই পাসওয়ার্ড শেয়ার করা নিয়েই। কেন মহুয়া তার নিজস্ব পাসওয়ার্ড অন্য কাউকে দিলেন? কেনই বা বিদেশ থেকে তিনি লগইন করালেন? তার চেয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। সেই কারণেই সংসদ যা প্রশ্ন করতে চান তা তাকে নিজেকেই টাইপ করে বলতে হবে। এই সিদ্ধান্তই শীতকালীন অধিবেশনে চূড়ান্ত হতে চলেছে।