এবছর কিছুটা আগেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। জানুয়ারির বদলে এ বছর নভেম্বরের মাসের ২১ থেকে ২৩ তারিখে নিউটাউনের কনভেনশন সেন্টারে বসবে বিশ্ব বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী হবার পর থেকেই বিশ্বের দরবারে রাজ্যে শিল্পের বিনিয়োগ কে তুলে ধরেছেন। দেশ বিদেশের অনেক শিল্পপতিরা আসেন।
একদিকে যেমন সংসদে আদানি বিরোধী প্রশ্ন তোলা নিয়ে অভিযোগে বিদ্ধ অন্যদিকে আবার শিল্প সম্মেলনে আমন্ত্রিত তালিকায় রয়েছে আদানি গোষ্ঠী। পরস্পর এই দুটি বিষয় প্রশ্ন ওঠায় ব্যাখ্যা দিলেন শশী পাঁজা। তিনি জানালেন উন্নয়নের সঙ্গে রাজনীতির কোনো ব্যাখ্যা নেই। শাসক দল কখনোই চায়না রাজ্যে উন্নয়নের পথে বাধা হোক। মহুয়া প্রশ্ন তোলা নিয়ে এবং অন্যদিকে মাদানী গোষ্ঠী বিনিয়োগ দুটি পরস্পর ভিন্ন ঘটনা।
দিল্লিতে আন্তর্জাতিক শিল্প মেলা প্রাঙ্গণে শশী পাজা কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান বিষয়টাকে তারা কখনোই এইভাবে ভাবছেন না তারা কখনোই চান না উন্নয়ন বাধা হয়ে দাঁড়াক।এই তাজপুর বন্ধন নিয়ে তাদের বিশাল পরিকল্পনা রয়েছে। ভারত সরকারের কিছু ছাড়পত্র দরকার তারপরেই তারা কাজ শুরু করে দিতে পারবেন।