তৃণমূল দীপাবলীর পরেই দলে বড়সড় রদবদল করল। সোমবার দুপুরে শাসক দল রাজ্যের মমতা এবং অভিষেক বদল এনেছেন। কোথাও একটি পদে বদলানো হয়েছে আবার কোথাও অনেকগুলি পদে। আবার অনেক সময় এমন কোন সাংগঠনিক জেলা রয়েছে যেখানে কোনরকম বদলানো হয়নি যেমন কালীঘাট এবং ক্যামাক স্ট্রীট।
মনে করা হচ্ছে বড়সড় কোন ঘটনা না ঘটলে এমন সাংগঠনিক বৈঠকে রদবদল আনা হয় না। তৃণমূলের অবশ্য একটি অংশে স্পষ্ট প্রথমত পরিচিতি রয়েছে এমন নেতাদের সেই সাংগঠনিক বৈঠকে রাখা হয়েছে। দ্বিতীয়তঃ চেয়ারপারসনে থাকা নেতা-নেত্রীদের দলের বিরুদ্ধে যাদের খুব ছিল।
এই মুহূর্তে অনুব্রত আর সভাপতি রইলেন না। আবার অন্যদিকে মহুয়াকে আবার অন্যদিকে মহুয়াকে সাংগঠনিক পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আবার বহরমপুরে সভানেত্রী শাওনী সিংহ রয় কে সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সুকান্ত ও শুভেন্দুর জেলায় রদবদল করা হয়েছে।