ঐতিহ্যপূর্ণ স্থান থেকে সরবে না বিতর্কিত ফলক। এবারে ফলক বিতর্কে মনব্রত ভাঙলো বিশ্বভারতী। কর্তৃপক্ষ অবশেষে বিতর্কিত ফলক নিয়ে তাদের মতামত বিবৃত করে দিল। তারা স্পষ্ট জানিয়ে দিল বিতর্কিত ফলও সরানো হবে না। কর্তৃপক্ষ তরফ থেকে স্পষ্ট জানানো হলো যতই থানা পুলিশ আদালত করা হোক না কেন মুখ্যমন্ত্রীর সামনে তারা মাথা নোয়াবে না।
শান্তিনিকেতন ট্রাস্ট শনিবার শান্তিনিকেতন থানায় দ্বারস্থ হন। সম্পাদক অনিল কোনার অভিযোগ করেন বিশ্বভারতী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সম্পত্তির ওপর ফলোক লাগায় তাদের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। তারপরেই শান্তিনিকেতন কর্তৃপক্ষ পাল্টা পুলিশের এফআইআর দায়ের করে। তৃণমূল টানা 11 দিন এ বিষয়ে আন্দোলন চালিয়েছে। সেই প্রতিবাদে সড়ক হয়েছেন প্রাক্তনী শিক্ষার্থী আশ্রমিক এবং বোলপুর বাসিন্দারা।
প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে তারা তাদের বক্তব্য থেকে এক পাও নড়বে না। বিশ্বভারতীর একাধিক অধ্যাপক জানিয়েছে ৮ই নভেম্বর সেখানকার উপাচার্যের যাবার আগে নিজের ঠিক রাখতে না পেরে বিতর্কিত হচ্ছেন।