ফির মহুয়া মৈত্র এথিক্স কমিটির প্রধান বিনোদ সোনাকর কে নিশানা করলেন। মহুয়া সোশ্যাল মিডিয়ায় জানান বিজেপির উদ্দেশ্য এথিক্স কমিটিতে যা যা তথ্য দেয়া হয়েছে তার সমস্ত নথিভুক্ত আছে। এছাড়া এথিক্স কমিটির চেয়ারম্যান কিভাবে লজ্জাজনক এবং ব্যক্তিগত প্রশ্ন করেছেন তাও নথিভুক্ত রয়েছে।
উল্লেখ্য গত দুই নভেম্বর টাকার বিরুদ্ধে প্রশ্ন তুলে মহুয়া এথিক্স কমিটিতে হাজিরা দেন। তৃণমূল সাংসদ অভিযোগ করেন এইদিন কমিটিতে তাকে অশালীন এবং ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে। তার সঙ্গে আবার সুর মিলিয়েছেন অন্য বিরোধী সাংসদরাও। তারাও একই সঙ্গে সুর মিলিয়ে বলেছেন এই দিন এথিক্স কমিটিতে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছে।
আবার পাল্টা অভিযোগ এসেছে বিজেপিতে তরফ থেকে মহুয়াসহ বিরোধী সাংসদরা এথিক্স কমিটির গোপনীয়তা ভঙ্গ করেছেন। যা সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ। সেই ঘটনার পর তিন দিন কেটে গেল সোনা গিয়েছে বিজেপি ও হওয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলার ছক করছে যা নিয়ে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ার মহুয়া।