ফেয় বিস্ফোরক মহুয়া মৈত্র টাকার বদলে প্রশ্ন এসে। এই তৃণমূল সংসদের দাবি তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভুয়ো। প্রমাণ নেই এক পয়সার দুর্নীতির। এমন অভিযোগ করা হচ্ছে স্রেফ শীতকালীন অধিবেশনে মুখ বন্ধ রাখার জন্য। মহুয়া জানিয়েছেন আগেরবারের এথিক্স কমিটিতে কোনরকম সাড়া না দিলেও এবারে তিনি যাবেন।
সংসদের ইতি কমেডি 31 অক্টোবর টাকার বদলে প্রশ্ন বিতর্কে তলব করেছে মহুয়াকে। কিন্তু মহুয়া নিজের এলাকায় ব্যস্ত থাকার জন্য সেই দিন সময় দিতে পারেননি। তিনি পাঁচই নভেম্বর পর্যন্ত সময় যান এথিক্স কমিটির কাছে। তাকে সেই সময়টুকু দেয়া হয়নি, উল্টে দুই নভেম্বর তাকে আবারও তলব করা হয়। এই দিন মহুয়া চ্যালেঞ্জের সুর নিয়ে জানান তিনি দুই নভেম্বর উপস্থিত থাকবেন।
মহুয়া চ্যালেঞ্জ জুড়ে দিয়ে জানান তারা একটা পয়সাও যে তিনি নিয়েছেন সেটা প্রমাণ করতে পারবেনা। তাড়াতাড়ি যে কোন মূল্যে মুখ বন্ধ করতে। সত্যি যদি তিনি টাকা নিতেন তাহলে সোজা জেলে ঢুকিয়ে দেওয়া হতো। এথিক্স কমিটিতে যাবেন তারা তার একটা চুলও স্পর্শ করতে পারবে না।