এবারে ইডি তলপ করলো আবগাড়ি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তাকে ২ নভেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। কেজরিওয়ালকে বৃহস্পতিবার ইডির নয়া দিল্লির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। খবর পাওয়া গিয়েছে গত বছর আগস্টে দায়ের হওয়া হওয়া আবগারি মামলার চার্জশিটে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম রয়েছে।
জানা গিয়েছে তার সঙ্গে নাকি অনেক অভিযুক্তের যোগ ছিল। সিবিআই গত এপ্রিলে কেজরিওয়ালকে তলব করে এবং 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল। এবারে ইডির তরফ থেকে তাকে ডাকা হয়েছে। বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রীকে এবারে কিং পিং বলে কটাক্ষ করেছে। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনিশ সিদদিয়া খারিজ করেছে সোমবার হাইকোর্টে।
তার বিরুদ্ধে দিল্লিতে ৩৩৮ কোটি টাকার দুর্নীতির কিছুটা হলেও প্রমাণ পেয়েছে সুপ্রিম কোর্ট।এই কারণ দেখেই আপ নেতার জামিনের আবেদন খারিজ করা হয়েছে। এবারে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার শুরু হবে।