শুভ পঞ্চমীর শুভক্ষণে কলকাতা পুলিশের নতুন উদ্যোগ “মিসিং স্কয়ার”-এর উদ্বোধন করা হল। লালবাজার থেকে নয়টি ডিভিশনের জন্য নয়টি গাড়ি ফিতে কেটে উদ্বোধন করেন জয়েন্ট কমিশনার (ক্রাইম) শ্রী শঙ্খ শুভ চক্রবর্তী।
এই উদ্যোগের উদ্দেশ্য হল, হারিয়ে যাওয়া শিশু, মহিলা এবং যেকোনো মানুষকে দ্রুত উদ্ধার করা। এই গাড়িগুলিতে লাগানো থাকবে প্রযুক্তিগত যন্ত্রপাতি, যা হারিয়ে যাওয়া ব্যক্তির অবস্থান নির্ণয় করতে সাহায্য করবে। এছাড়াও, এই গাড়িগুলিতে থাকবে চিকিৎসা সহায়তা প্রদানের ব্যবস্থা, যাতে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শ্রী মহাদেব চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী শ্রী নিতাই মুখার্জি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই উদ্যোগটি কলকাতাবাসীর নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। হারিয়ে যাওয়া ব্যক্তিদের দ্রুত উদ্ধার করতে এই গাড়িগুলি সাহায্য করবে। এই উদ্যোগের মাধ্যমে কলকাতা পুলিশ আরও একবার প্রমাণ করল যে, জনগণের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।