অফবিট

তোর কিচ্ছু হবে না! উচ্চমাধ্যমিক ফেল করায় বলেছিল সবাই, সেই যুবক আজ IPS

 

মনোজ কুমার শর্মা একজন সাধারণ পরিবারের ছেলে। তিনি গোয়ালিয়রে বড় হয়েছেন। মাধ্যমিক পরীক্ষায় ফেল করার পর তিনি হতাশ হয়ে পড়েন। কিন্তু তিনি হাল ছাড়েননি।

অটো চালানো থেকে শুরু করে লাইব্রেরিয়ান পিয়ন, কুকুর দেখাশোনা সবকিছু করে তিনি নিজের জীবন চালাতে শুরু করেন। এদিকে তিনি UPSC পরীক্ষার প্রস্তুতি শুরু করেন।UPSC পরীক্ষায় তিনবার ব্যর্থ হওয়ার পর মনোজ চতুর্থবারের চেষ্টায় সফল হন। তিনি ১২১তম স্থান অর্জন করেন। এখন তিনি একজন IPS অফিসার হিসেবে মহারাষ্ট্রে কর্মরত।

মনোজ শর্মার গল্প অনুপ্রেরণামূলক। তিনি দেখালেন যে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় দিয়ে যেকোনো কিছু অর্জন করা সম্ভব। মনোজ কুমার শর্মা একজন সাধারণ ছেলে ছিলেন। পড়াশোনায় ভালো না হলেও তিনি কখনই হাল ছাড়েননি। তিনি বিভিন্ন কাজ করে নিজের জীবন চালিয়েছেন। পাশাপাশি তিনি UPSC পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যান। কঠোর পরিশ্রমের ফলেই তিনি অবশেষে IPS অফিসার হতে সক্ষম হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.