তৃণমূলের তরফ থেকে চেষ্টা করা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে মহলার দিন দলের মুখপাত্র উৎসব অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। কিন্তু চিকিৎসকদের নিষেধাজ্ঞার কারণে আপাতত মুখমন্ত্রীর গৃহবন্দী দশা কাটছে না। উল্টে তা আরো বেড়ে গিয়েছে।
বৃহস্পতিবার দিনকে নিয়ে বাড়ি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন কয়েকটি বড় বড় পুজো। তবে তিনি জানিয়ে দিয়েছেন 27 তারিখে অর্থাৎ পুজোর কার্নিভালে তিনি উপস্থিত থাকবেন। ভার্চুয়ালিটি নিয়ে জেলার এবং কলকাতার কয়েকশো পুজো উদ্বোধন করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন তার পায়ের ইনফেকশন এখন অনেকটাই কম আছে, তাই তিনি পূজোর কার্নিভালে অর্থাৎ ২৭ তারিখে স্বশরীরে উপস্থিত থাকবেন।
২৩ শে সেপ্টেম্বর সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন এবং দুবাইয়ের সফর সেরে কলকাতায় ফিরেছিলেন। তারপরের দিনই তার পায়ের চিকিৎসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। তিনি শেষবারের জন্য সেদিন বাড়ির বাইরে পা রেখেছিলেন।