জি বাংলার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।টেবিলে মুখার্জি পরিবারের সকলেই উপস্থিত, তখনই উৎসবের মা বলে ওঠে কৌশানি শ্বশুর বাড়ি চলে গেলে এই বাড়ির হাল জগদ্ধাত্রীকেই তার স্বামী রাজনাথ দিয়ে যাচ্ছে। এটা শোনার পরেই উৎসব রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠে।
জগদ্ধাত্রী তার শাশুড়ি মাকে জানিয়ে দিল সে শুধু মাত্র স্বয়ম্ভুকে একটা পরিবার দিতে চায়। সাথে এও জানিয়ে দিল তার নিজের ছেলে উৎসব যদি বেশি ডানা ঝাপটায় তাহলে টানা কেটে দিতে জগধাত্রীর বেশিক্ষণ সময় লাগবে না। খুব ভালো করে সেটা উৎসব জানে।
কৌশিকীর আশীর্বাদের তিন জগদ্ধাত্রী নেই কারণ তাকে কেউ মেনে নেয়নি বাড়ি থেকে ।তাই সে থাকলে আবার কোন অশান্তি হবে। কৌশিকী সাফ জানিয়ে দেয় সে তাকে মেনে নিয়েছে আর খুব জলদি কোর্টে যাবে। সেটা প্রমাণ করেই ছাড়বে নইলে কৌশিকী তা নিজের নামই বদলে দেবে।