তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ ভবনের সামনে ধর্নায় বসেছেন। দলের সাংসদ এবং বিধায়করা ও রয়েছেন তার সঙ্গে। অভিষেক জানিয়েছেন যতক্ষণ না রাজ্যপালের সঙ্গে দেখা এবং কথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জায়গা ছেড়ে তারা কোথাও নড়বে না। প্রয়োজনে এখানে রাত কাটাতে পারে।
রাজ্যপাল উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে কলকাতায় না ফিরে চলে যান সোজা দিল্লি। ঠিক তারপরেই তৃণমূল অবস্থানে বসার সিদ্ধান্ত নেয়। অভিষেক কটাক্ষ করে বলেছেন জমিদারি মানসিকতা বলে কটাক্ষ করেছেন। এর আগেও কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেখা করার সময় জমিদারি কথাটা উল্লেখ করেছিলেন অভিষেক।
অভিষেকের এই কথার পাল্টা জবাব দিয়ে রাজ্যপাল জানিয়েছে জমি কিংবা মাটির কাছাকাছি থাকাটা কোনোভাবেই জমিদারি নয় বরং বিলাসবহুল অট্টালিকায় থেকে কৃষকদের কে নিয়ন্ত্রণ করাই হলো নব্য জমিদারি। তার বক্তব্য গ্রামে গ্রামে পৌঁছে যাওয়া মানেই হলো মানুষের কাছে তৃণমূলের পৌঁছে যাওয়া তাহলে এই তৃণমূল অন্য তৃণমূলকে কেন ভয় পাচ্ছে?