উত্তপ্ত কর্ণাটক কাবেরী নদীর জল তামিলনাড়ু কে দেওয়া নিয়ে। কন্নড়পন্থী সংগঠন গুলি বন্ধের ডাক দিয়েছে। ভোর ছটা থেকে শুরু হয়ে গিয়েছে বন্ধ রাজ্যে। বনধ সমর্থকদের পথে পথে সমর্থনে ডাক দিতে দেখা গিয়েছিল। পুলিশে ইতিমধ্যে ৫০ জনেরও বেশি প্রতিবাদীকে আটক করেছে।
এই বন্ধে ব্যাপকভাবে পড়েছে জনসাধারণের উপর। মোট 44 টি বিমান বাতিল করা হয়েছে। এমনকি শুধু বিমানবন্দর নয় ক্যাপ ট্যাক্সিতেও প্রভাব পড়েছে বন্ধের। বন্ধ রয়েছে সমস্ত দোকান সিনেমা হল মল ইত্যাদি জায়গা। তবে খোলা রয়েছে ব্যাংক হাসপাতাল ওষুধের দোকানগুলি।
বেঙ্গালুরু ও মন্টিলা জেলা প্রশাসনের তরফ থেকে আগেই স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। শহর জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। তামিলনাড়ু কে জল ছাড়ার প্রতিবাদেই এমন বন্ধের ডাক দেওয়া হয়েছে।